বিহারে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু INDIA-র, মুখ তেজস্বীই?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি বছরের শেষ বিহারে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই, বিহারের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করল ইন্ডিয়া জোট। লালুপুত্র তেজস্বী যাদবের নেতৃত্বে নির্বাচনে লড়তে চলেছে বিরোধী শিবির। বিহারের নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট যে সমন্বয় কমিটি গড়ল, সেই জোটের নেতৃত্বে রাখা হল তেজস্বীকে।
শুক্রবার পাটনায় মহাজোটের সহযোগীদের নিয়ে বৈঠকে বসেন তেজস্বী। বৈঠকে যোগ দেয় আরজেডি, কংগ্রেস, তিন বাম দল এবং বিকাশশীল ইনসান পার্টি। বৈঠকে সমন্বয় কমিটি গড়েছে মহাজোট, সেই কমিটির মাথায় রাখা হয়েছে তেজস্বীকে। ইন্ডিয়া জোটের অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরি এবং নির্বাচনের রণকৌশল তৈরি করবে সমন্বয় কমিটি। আসনরফা নিয়ে জট তৈরি হলেও সেই জট কাটাবে কমিটি। তেজস্বীকে কমিটির মাথায় রাখার অর্থ, তিনিই বিহারে বিরোধী মুখ।
আসনরফার ক্ষেত্রে মনোমালিন্য হতে পারে। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে আরজেডি এবং বামেদের সঙ্গে জোট করে বিহারে লড়েছিল কংগ্রেস। সেবার আরজেডি এবং বামেরা ভালো ফল করলেও কংগ্রেসের মুখ থুবড়ে পড়েছিল। ২০২৪-র লোকসভাতেও বিহারে হাত শিবির ভাল ফল করেনি। যার জেরে এবার আরজেডি কংগ্রেসকে বেশি আসন ছাড়তে নারাজ। আরজেডির তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে ২৪৩ আসনের মধ্যে কংগ্রেসকে খুব বেশি হলে ৪০-৪৫ আসন ছাড়া হতে পারে।
অন্যদিকে, বিহারে শক্তি বাড়ানোর চেষ্টা করছে কংগ্রেস। বিহারে প্রদেশ সভাপতি পদে বদল আনা হয়েছে। লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ অখিলেশ সিংকে সরিয়ে রাজেশ কুমারকে পদে আনা হয়েছে। প্রদেশ পর্যবেক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন রাহুল ঘনিষ্ঠ কৃষ্ণা আলুভারু। দিল্লি থেকে কানহাইয়াকে বিহারে পাঠিয়ে প্রচারের মুখ করা হয়েছে। কংগ্রেস নেতারা হুঁশিয়ারি দিচ্ছেন, জোটে যোগ্য সম্মান না পেলে একাই লড়বে কংগ্রেস। তবে হাইকমান্ডের সঙ্গে তেজস্বীর বৈঠকের পর সমীকরণ বদলে গিয়েছে বলে মত রাজনৈতিক মহলের।