নয়া কেন্দ্রীয় চুক্তি ঘোষণা BCCI-র, কারা, কোন তালিকায়?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার নয়া কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করল ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই। কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার। রোহিত শর্মা, বিরাট কোহলিরা এ প্লাস বিভাগেই রয়ে গেলেন। এই চুক্তি ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বৈধ থাকবে। চারটি গ্রেডে বিসিসিআই বার্ষিক চুক্তির তালিকায় মোট ৩৪ জন খেলোয়াড়কে রেখেছে।
উল্লেখ্য, গত বছর বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স এবং ঈশান। তারপর থেকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনবদ্য পারফর্ম করেন শ্রেয়স। আইসিসির মঞ্চে সেরার শিরোপাও পেয়েছেন তিনি। এরপরই তিনি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ফের ঢুকে পড়লেন। ঈশানও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ঠাঁই পেলেন।
ঋষভ পন্থের পদোন্নতি হয়েছে, তিনি বি গ্রেড থেকে এ গ্রেডে এসেছেন। এ প্লাস গ্রেডে থাকছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার মতো কিংবদন্তিরা। মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ শামি এবং ঋষভ পন্থ এ গ্রেডে রয়েছেন। বি গ্রেডে জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়াস আইয়ার। মোট ১৯ জন খেলোয়াড়কে সি গ্রেডে রাখা হয়েছে। তাতে রয়েছেন রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণরা।