রাজ্য বিভাগে ফিরে যান

২০২৫ সালের মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশ করা হবে?

April 22, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাধ্যমিকের রেজাল্ট বের হবে, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে তাদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে পারে।

এবার মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ঠিক কবে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে তা নিয়ে নির্দিষ্টভাবে বোর্ডের তরফে কিছু বলা হয়নি। মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে কি না তা নিয়ে নির্দিষ্টভাবে পর্ষদের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এবার প্রায় ৯.৮৪ লাখ পরীক্ষার্থী মাধ্য়মিকে বসেছিলেন। তাঁরা অপেক্ষা করছেন কবে এই রেজাল্ট বের হবে। তবে সূত্রের খবর, এর আগে ২০২৪ সালে মাধ্য়মিকের ফলাফল প্রকাশিত হয়েছিল ২রা মে। তার আগে ২০২৩ সালে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল ১৯ মে ২০২৩। আবার ২০২২ সালে মাধ্য়মিকের ফলাফল প্রকাশিত হয়েছিল ৩ জুন ২০২২।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #madhyamik results, #Madhyamik

আরো দেখুন