দেশ বিভাগে ফিরে যান

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত বাংলার তিন পর্যটক, মৃতদের পরিবারের পাশে রাজ্য সরকার

April 23, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় শিউরে উঠেছে গোটা দেশ। বাংলার তিন
পর্যটকের মৃত্যুর খবর সামনে এসেছে। কলকাতার বেহালা অঞ্চলের বাসিন্দা সমীর গুহ প্রয়াত হয়েছেন মঙ্গলবারের জঙ্গি হামলায়। কলকাতার বাসিন্দা বিতান অধিকারী, পুরুলিয়ার মণীশরঞ্জন মিত্রের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, শবরী গুহ নামে কলকাতার আরও এক বাসিন্দা আহত হয়েছেন বলে খবর। জঙ্গি হামলার সময়ে দৌড়াদৌড়িতে পড়ে গিয়ে তিনি কনুইতে চোট পেয়েছেন বলে জানা গিয়েছে।

দেড় বছর পর চল্লিশ বছরের বিতান অধিকারী আমেরিকা থেকে কলকাতায় ফিরেছিলেন। তারপরই পরিবার নিয়ে কাশ্মীর বেড়াতে যান। বৃহস্পতিবার তাঁদের ফেরার কথা ছিল। জঙ্গি হানায় তাঁর প্রাণ গেল। আমেরিকায় এক সংস্থায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন বিতান। ফ্লোরিডায় থাকতেন। গত ৮ এপ্রিল কলকাতায় ফেরেন। ১৬ এপ্রিল স্ত্রী ও সাড়ে তিন বছরের সন্তানকে নিয়ে কাশ্মীর বেড়াতে ঘুরতে গিয়েছিলেন বিতান।

মৃত্যুর খবর পেয়ে, মঙ্গলবার রাতে বিতানের স্ত্রী সোহিনীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। মন্ত্রী অরূপ বিশ্বাসও বিতানের বাড়িতে গিয়ে মৃতের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করেন। বিতানের নিজের বাড়ি বেহালায়। ২১বি/২ বৈষ্ণবঘাটা লেনে মামাতো দাদা দীপক চক্রবর্তীর বাড়িতে এসে উঠেছিলেন তিনি। সন্তান হৃদানকে নিয়ে এখানেই থাকতেন বিতানের স্ত্রী সোহিনী।

বিতানের স্ত্রী সোহিনীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে সোহিনী জানিয়েছেন, সেনার পোশাকে এসে জঙ্গিরা আই কার্ড দেখতে চেয়েছিল। তারপরই গুলি করে। মুখ্যমন্ত্রী সোহিনীকে জানান, দুঃসময়ে সরকার তাঁদের পাশে আছে। মুখ্যমন্ত্রী নির্দেশে দিল্লিতে থাকা রাজ্যের রেসিডেন্ট কমিশনার সক্রিয় হয়েছেন। রাজ্য প্রশাসনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের যোগাযোগ হয়েছে। রাতে বিতানের দেহ শ্রীনগরে নিয়ে আসা হয়। সোহিনী ও তাঁর পুত্রকে গেস্ট হাউসে রাখার ব্যবস্থা করেছে কাশ্মীর প্রশাসন। আজ, বুধবার বিতানের দেহের ময়নাতদন্ত হবে। তারপর দেহ কলকাতায় ফেরানো হবে।

মুখ্যমন্ত্রী আজ, বুধবার এক্স হ্যান্ডেলে লেখেন, “শেষ পাওয়া তথ্য অনুসারে, দুর্ভাগ্যজনক এই কাশ্মীরের হামলায় আমাদের রাজ্যের ৩ জন ব্যক্তি প্রয়াত। দিল্লি বিমানবন্দরে আমাদের প্রশাসন নিহতদের পরিবারের সদস্যদের সাহায্য করবে এবং তাদের কলকাতায় পরবর্তী যাত্রায় সহায়তা করার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে। আজ রাত ৮.৩০ নাগাদ বিমানটি কলকাতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। দিল্লিতে আমাদের আধিকারিক পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করছে। আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ বিষয়টির ওপর নজর রাখছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাতে হাত মিলিয়ে কাজ করছেন। আমরা সকলেই এক ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।”

মুখ্যমন্ত্রী নিহতদের নাম ঘোষণা করে লেখেন, “আমাদের রাজ্যের নিহতরা হলেন, বিতান অধিকারী (বৈষ্ণবঘাটা, কলকাতা), সমীর গুহ (সখের বাজার, কলকাতা), এবং মনীষ রঞ্জন (ঝালদা, পুরুলিয়া)। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য কোনও শব্দই যথেষ্ট নয়, তাদের প্রতি আমার সমবেদনা থাকছে। আমরা তাদের পরিবারের পাশে আছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Terrorist Attack, #Murder, #Terrorism, #genocide, #Pahalgam, #Kashmir

আরো দেখুন