রাজ্য বিভাগে ফিরে যান

তৃণমূল কংগ্রেসে যোগদান প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিকের

April 23, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার তৃণমূল ভবনে ঘাসফুলের পতাকা তুলে নেন যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিক। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস ও রাজ্যের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। আজহার মল্লিকের মতে, কংগ্রেস নয়, তৃণমূলনেত্রীই বিজেপিকে আটকাতে পারবেন।

তৃণমূলে যোগ দিতে চেয়ে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন আজহার। তিনি লেখেন, রাহুল গান্ধী নন, একমাত্র মমতাই পারবেন বিজেপিকে উৎখাত করতে। তাঁর মতে, “সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে একমাত্র আপনিই বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। আপনিই বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে পারবেন। কংগ্রেস বা রাহুল গান্ধীর দ্বারা কোনওমতেই সম্ভব নয়।” এদিন ১৪ জন জেলা যুব কংগ্রেস সভাপতি এবং রাজ্য কমিটির আরও ১৭ জন যোগদান করেন বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #tmc, #Trinamool Congress, #Youth Congress president, #Azhar Mallick

আরো দেখুন