দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রাক্কালে ১১৪টি পদে নিয়োগের ছাড়পত্র নবান্নর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে ১১৪টি পদে নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা। পূর্ব মেদিনীপুরের দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের সংশ্লিষ্ট ক্যাডারের অধীনে ১২টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গ আইনি সেবা সদস্যদের থেকে পশ্চিমবঙ্গ পরিবহণ বিভাগের জন্য দু’টি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে।
সৈকত শহরের তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। দীঘাকে সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাইছে রাজ্য। আগামী ৩০ এপ্রিল জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হবে। সাধারণের জন্য জগন্নাথ মন্দির খুলে দিলে প্রচুর ভিড় হবে। সে কথা মাথায় রেখে মন্দির প্রাঙ্গণের আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য ১০০টি শূন্যপদে সিভিক ভলান্টিয়ার নিয়োগের ছাড়পত্র মিলেছে।
বাকি নতুন পদের মধ্যে ১২টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ সৃষ্টি করা হয়েছে। হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে অতিরক্ত পদে নিয়োগ হলে আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবে মানুষজন। পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য বাকি দু’টি পদ তৈরি করা হয়েছে। দু’টি আইনি আধিকারিক পদের সৃষ্টি হয়েছে।