রাজ্য বিভাগে ফিরে যান

উত্তরপ্রদেশে ফের গণধর্ষণের শিকার এক কিশোরী

April 24, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরপ্রদেশে ফের গণধর্ষণের শিকার এক কিশোরী। সোমবার রাতে ঘটনাটি ঘটে জৈনপুর জেলার সাহাগঞ্জে একটি পার্কের কাছে। ১৫ বছরের ওই কিশোরীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের মধ্যে চারজন নাবালক। তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে। পাশাপাশি নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিস জানিয়েছে, অভিযুক্তরা সাহাগঞ্জের পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিস বাহিনী। পুলিসের উপস্থিতি টের পেয়ে তারা বাড়ির ছাদ থেকে ঝাঁপও দেয়। তখনই কয়েকজন অভিযুক্ত জখম হয়। তাদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে মোট পাঁচটি টিম গঠন করে পুলিস। এদিকে, সঠিক বিচারের আর্জি জানালেন বারাণসীতে গণধর্ষণে অভিযুক্তদের আত্মীয়রা। প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বারাণসীর পিএম অফিসে তাঁরা এব্যাপারে স্মারকলিপি জমা দিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#gang rape, #Uttar Pradesh, #Teenage girl

আরো দেখুন