গুলমার্গে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন এবং পাহেলগাঁওয়ে সাধারণ ভারতীয়রা মৃত্যুর মুখে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রসঙ্গত, গত মঙ্গলবার পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় শিউরে উঠেছে গোটা দেশ। অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা। অন্তত মৃতের সংখ্যার নিরিখে। মৃতদের মধ্যে দু’জন বিদেশি পর্যটকও রয়েছেন। ইতিমধ্যেই পাকিস্তানের উপর ‘কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক’ করেছে নয়াদিল্লি। বাতিল করা হয়েছে সিন্ধু জলচুক্তি। এই পরিস্থিতিতে দেশের সব বিরোধী রাজনৈতিক দলগুলি বিপদের সময় কেন্দ্রীয় সরকারের পাশে আছে বলে জানিয়েছে। কিন্তু এরই মধ্যে কিছু প্রশ্নও তুলছেন তারা। যেমন, হামলার প্রেক্ষিতে পহেলগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না থাকার বিষয়েও প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি।
নিরাপত্তার ত্রুটির বিষয়টি তুলে ধরার জন্য একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। যা অস্বস্তিতে ফেলেছে বিজেপি’কে। পহেলগাম জঙ্গি হামলার প্রায় ১০ দিন আগে গুলমার্গে বিজেপি’র লোকসভার সাংসদ নিশিকান্ত দুবের একটি হাই-প্রোফাইল পারিবারিক অনুষ্ঠান নিয়ে এখন রাজনৈতিক মহলে আলোচনা চলছে। দুবে গুলমার্গে তাঁর ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন এবং দলমত নির্বিশেষে রাজনীতিবিদদের আমন্ত্রণ জানিয়েছিলেন। অনুষ্ঠানস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল, জম্মু ও কাশ্মীরের ব্যক্তিগত অনুষ্ঠানে ভিভিআইপি সমাবেশের নিরাপত্তার কোনও ত্রুটি ছিল না।
এই বিষয়টি নিয়েই অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন, ‘ভিআইপিদের নিরাপত্তার জন্য কনভয় পাওয়া যায়… করদাতাদের জীবনের কি কোনও মূল্য নেই?’ গুলমার্গে বিজেপি নেতা ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন বনাম পাহেলগাঁওয়ে সাধারণ ভারতীয়রা। এই ইস্যুটি নিয়ে সামাজিক মাধ্যমে সরব হচ্ছেন অনেকেই।