দেশ বিভাগে ফিরে যান

রিষড়ার BSF জওয়ান পাক রেঞ্জার্সের হাতে, ফিরিয়ে আনতে পাকিস্তানের সঙ্গে ‘ফ্ল্যাগ মিটিং’ ভারতের

April 25, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পহেলগাঁওতে জঙ্গি হামলার জেরে উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। এই পরিস্থিতিতে এবার ভুল বশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করলেন এক বিএসএফ জওয়ান বলে খবর। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে।

মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণ গিয়েছে। তা নিয়ে নতুন করে টানাপড়েন তৈরি হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। সেই আবহে পাকিস্তান রেঞ্জারের হাতে আটক হন বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পিকে সিংহ। সেনা সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি বুধবার ঘটেছে। ফিরোজপুর সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে কর্মরত ছিলেন পিকে সিংহ। ভুল করেই তিনি সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন।

রিষড়ার পিটি লাহা স্ট্রিটের বাসিন্দা পুণম কুমার সাউ। বাড়িতে বাবা, মা, স্ত্রী ও এক সন্তান রয়েছেন। স্ত্রী রজনী বলেন, ‘বুধবার রাতেই জানতে পারি পুণম পাক সেনার হাতে ধরা পড়েছেন।’ তিনি বলেন, ‘স্বামীর এক সহকর্মী-বন্ধু রাতেই ফোন করেছিলেন। ১৮ বছর ধরে বিএসএফে কর্মরত আমার স্বামী। দোলে শেষবার এসেছিল রিষড়ার বাড়িতে এসেছিলেন। পরিবারের সদস্যরা বলছেন, ভারত সরকার ঘরের ছেলেকে ফিরিয়ে আনুক। জওয়ানের মায়ের কথায়, ফের মায়ের কোলে সন্তান ফিরুক সেটাই চাই।

জানা গিয়েছে, বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়েনর কনস্টেবল পুণম। বৃহস্পতিবার পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে ভারত-পাক সীমান্তে কৃষিজমিতে টহলদারি চালাচ্ছিলেন তিনি। কৃষকদের সাহায্য করছিলেন। আচমকা ভুল করে পাক ভূখণ্ডে প্রবেশ করেন। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্সের সদস্যরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ferozepur, #BSF jawan, #Pak Rangers

আরো দেখুন