দেশ বিভাগে ফিরে যান

কাশ্মীরে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনার, নিহত লস্কর-ই-তইবার শীর্ষ কম্যান্ডর আলতাফ লাল্লি

April 25, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কাশ্মীর জুড়ে জঙ্গিদমন অভিযানে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। বান্দিপোরায় সেনা অভিযানে নিকেশ লস্কর-ই-তইবার শীর্ষ জঙ্গি। মৃত আলতাফ লাল্লি কাশ্মীরে লস্করের অন্যতম কম্যান্ডার এবং রিক্রুটার ছিল বলে খবর।

জানা গেছে, শুক্রবার সকালে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে এই তল্লাশি অভিযান শুরু করে। বন্দিপোরায় সন্দেহভাজন জঙ্গিদের অবস্থান চিহ্নিত হওয়ার পর নিরাপত্তা বাহিনী তাদের ঘিরে ফেলে আর তারপরেই শুরু হয় গুলির লড়াই। সংঘর্ষে লস্করের কুখ্যাত কমান্ডার আলতাফ লাল্লি নিহত হয়।

‘মোস্ট ওয়ান্টেড’ লস্করক কমান্ডার আলতাফ পহেলগামে হামলাকারী ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (আরটিএফ)-এর সঙ্গেও যুক্ত ছিলেন বলে জম্মু ও কাশ্মীর পুলিশের একটি সূত্র জানাচ্ছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছিল। বৃহস্পতিবার রাত থেকে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি ভেঙে পাক সেনা গুলিবর্ষণ শুরু করেছে। সেই আবহেই নতুন করে হামলায় লস্কর বাহিনী সক্রিয় হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

বান্দিপোরার কুলনার বাজ়িপোরা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা। লুকিয়ে থাকা জঙ্গিরা হঠাৎই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে থাকে। পাল্টা আক্রমণ করে সেনাও। সে সময়ই মৃত্যু হয় আলতাফের। জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক বলেছেন, ‘‘এটি বাহিনীর বড় সাফল্য। দীর্ঘ দিন ধরেই আলতাফের খোঁজ চালানো হচ্ছিল।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Terrorist Attack, #Terrorism, #Pahalgam Terror Attack, #altaf lalli

আরো দেখুন