দেশ বিভাগে ফিরে যান

তৃণমূল সুপ্রিমোর নির্দেশে সাকেতের পাশে দলের সাংসদেরা, কীভাবে?

April 25, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রাক্তন কূটনীতিক লক্ষ্মী পুরীর দায়ের করা মানহানির মামলার প্রেক্ষিতে সম্প্রতি দিল্লি হাইকোর্ট তৃণমূলের রাজ্য সাংসদ সাংসদ সাকেত গোখলের বেতন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ, সাংসদ হিসেবে সাকেত গোখলে ১.৯০ লক্ষ টাকা বেতন পান। ক্ষতিপূরণ বাবদ ৫০ লক্ষ টাকা আদালতে জমা না-দেওয়া অবধি তাঁর বেতন বাজেয়াপ্ত থাকবে বলেই জানিয়েছে আদালত। আদালত নির্দেশ দিয়েছে, প্রতি মাসে সাকেতের সাংসদ হিসাবে প্রাপ্ত বেতনের দুই-তৃতীয়াংশ কেটে নিতে হবে। এবার দলের সাংসদের পাশে দাঁড়ালেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে সব সাংসদেরা সাকেতের পাশে দাঁড়াচ্ছেন।

সূত্রের খবর, আজ শুক্রবার সাকেত ও মমতার সাক্ষাৎ হয়। তৃণমূলের দলীয় সূত্র থেকে জানা যাচ্ছে, দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বেতন বাজেয়াপ্তের ঘটনায় সাকেতকে আশ্বস্ত করেন। সূত্রের খবর, মমতা জানান, যতদিন অবধি সাকেতের বেতন বাজেয়াপ্ত থাকছে, ততদিন তৃণমূল কংগ্রেসের সাংসদেরা প্রত্যেকে নিজেদের বেতন থেকে চার হাজার টাকা করে সাকেতকে দেবেন। উল্লেখ্য, সংসদের দুই কক্ষ, রাজ্যসভা ও লোকসভার তৃণমূল সাংসদেরা; প্রত্যেকে বেতন থেকে প্রতি মাসে চার হাজার টাকা করে সাকেতকে দেবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #salary, #Saket Gokhale, #court order, #Trinamool MP

আরো দেখুন