প্রাকৃতিক দুর্যোগের জেরে সিকিমের লাচেন এবং লাচুঙে এক হাজারের বেশি পর্যটক আটকে রয়েছেন, উদ্ধারের চেষ্টা চলছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের লাচেন ও লাচুং। প্রশাসন সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগের জেরে লাচেন এবং লাচুঙে এক হাজারের বেশি পর্যটক আটকে রয়েছেন। অন্য দিকে, মঙ্গনের পুলিশ সুপার সোনম দেতচু ভুটিয়া জানিয়েছেন, রাস্তায় ধস নামার কারণে দেড় হাজারেরও বেশি পর্যটকের গাড়ি আটকে রয়েছে। আটক পর্যটকদের রাত্রিবাসের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। পর্যটকদের থাকার ব্যবস্থা করা হয়েছে থানা, গুরুদ্বার, আইটিবিপি-র শিবির এবং নিকটবর্তী গ্রামে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জোর বৃষ্টি হয় প্রতিবেশী রাজ্য সিকিমে। যারজেরে উত্তর সিকিমের চুংথাং, লাচেন ও লাচুং বিপর্যস্ত হয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, রাজ্য থেকে অনেকে পাড়ি দিয়েছেন উত্তর সিকিম। কিন্তু, ভারী বৃষ্টির জেরে সংশ্লিষ্ট এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে। পাহাড়ের কাদা, পাথর, নুড়ি প্রভৃতি নেমে একাধিক রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। আবার কিছু রাস্তা ধসে গিয়েছে। যারজেরে মূল সড়ক থেকে কার্যত বিচ্ছিন্ন লাচুং ও লাচেন।
সংশ্লিষ্টএলাকাগুলিতে আটকে পড়েছে প্রায় ১৮০০ পর্যটক। যারমধ্যে লাচুংয়ে ১২০০ এবং লাচেনে ৬০০জন রয়েছেন বলে খবর।
সিকিম প্রশাসন জানিয়েছে, বৃষ্টির জেরে চুংথাংয়ে আটকে পড়েছিলেন প্রায় ১০০০ পর্যটক। সেনাবাহিনী সাংকলান এলাকায় বেইলি ব্রিজ তৈরি করে। সেই ব্রিজ দিয়েই তাঁদের উদ্ধার করে মাঙ্গন জেলায় নিয়ে আসা হয়। নিরাপদে তাঁদের গ্যাংটকে পাঠানো হয়েছে। ধসে বিপর্যস্ত রাস্তাগুলি খোলার চেষ্টা চলছে। শীঘ্রই এই কাজ শেষ করে লাচুং ও লাচেন থেকে বাকি পর্যটকদের উদ্ধার করা হবে। এখন অবশ্য সংশ্লিষ্ট এলাকায় পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হবে না।