জৈল্পনা উস্কে বনগাঁ বিজেপির সাংগঠনিক বৈঠকে অনুপস্থিত ৩ বিজেপি বিধায়ক
এ দিনের বৈঠকে দেখা যায়নি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল, কল্যাণ সরকার-সহ একাধিক নেতার।

এবারে দক্ষিণবঙ্গের বনগাঁ (Bongaon) এবং গাইঘাটা (Gaighata) এলাকায় দলের বিধায়ক এবং সংসদের আচরণের তীব্র অস্বস্তিতে রাজ্য বিজেপি (BJP) নেতৃত্ব। দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে নির্দেশ দেওয়া হলেও বৈঠকে উপস্থিত থাকলেন বিজেপির ৩ বিধায়ক।
রবিবার দুপুরে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে বনগাঁ জেলা অফিসে দলের কর্মকর্তাদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা মিলল না বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া, গাইঘাটার সুব্রত ঠাকুরের।
এ দিনের বৈঠকে দেখা যায়নি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল, কল্যাণ সরকার-সহ একাধিক নেতার। তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা কো-অর্ডিনেটর গোপাল শেঠ বলেন, “শুনেছি বনগাঁয় বিজেপির মিটিং হচ্ছে। সেখানে অনেক নেতা, বিধায়করাই যাননি। অনেকেই এখন বিজেপিতে থাকতে চাইছে না।”