রাজধানীর অদূরে ফরিদাবাদ থেকে উদ্ধার ৩০০ কিলোগ্রাম RDX

November 10, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১১:৩০: ফরিদাবাদ থেকে ৩০০ কিলোগ্রামের বেশি RDX উদ্ধার করল জম্মু ও কাশ্মীর পুলিশ। জানা যাচ্ছে, কাশ্মীরে ধৃত এক চিকিৎসককে জেরা করে এই বিপুল পরিমাণ বিস্ফোরকের হদিশ পাওয়া গিয়েছে। একটি Ak 47 রাইফেলও উদ্ধার হয়েছে। এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হতেই প্রশ্ন উঠছে, রাজধানীতে কি বড়সড় কোনও হামলার ছক কষা হচ্ছিল?

হরিয়ানার ফরিদাবাদ ন্যাশনার ক্যাপিটাল রিজনের অন্তর্গত। এই এলাকায় নিরাপত্তার কড়াকড়ি বেশি। এমন এলাকায় ৩০০ কেজি RDX কবে সরবরাহ করা হয়েছিল, কারা করেছিল, অনুসন্ধান করছে পুলিশ। কিছু দিন আগেই কাশ্মীরে জনৈক আদিল আহমেদ র‌্যাদার নামের এক ব্যক্তিকে অস্ত্র পাচার সংক্রান্ত মামলায় পাকড়াও করেছিল পুলিশ। তিনি পেশায় চিকিৎসক। তিনিই পুলিশকে হরিয়ানায় RDX সরবরাহের খবর দিয়েছেন। ওই চিকিৎসকের নাম থাকা লকারে তল্লাশি চালিয়ে একটি রাইফেল এবং আরও কিছু অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জানতে পেরেছে কাশ্মীর থেকে ফরিদাবাদে RDX এসেছে। এর সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনগুলির কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত করেনি পুলিশ।

কাশ্মীর পুলিশের তদন্তে আরও এক চিকিৎসকের নাম উঠে এসেছে। মুজামিল শাকিল নামের ওই চিকিৎসক পুলওয়ামার বাসিন্দা। অভিযোগ, তিনিও অস্ত্র এবং বিস্ফোরক পরিবহণের সঙ্গে যুক্ত। তাঁকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে কাশ্মীরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সীমান্তে তৎপর স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনী। তারপরও কীভাবে এত অস্ত্র এল? উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen