‘কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলের রাইফেল থেকেই চলেছিল গুলি’ লখিমপুর কান্ডে ফরেন্সিক রিপোর্টে চাঞ্চল্য
লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) কৃষক হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ‘কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলের রাইফেল থেকেই গুলি চলেছিল’ বলে উল্লেখ অভিযুক্ত আশিস মিশ্রর (Ashish Misra) বন্দুকের ফরেন্সিক রিপোর্টে। অভিযুক্ত অঙ্কিত দাসের পিস্তলও ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। যদিও কেউ সেদিন গুলিবিদ্ধ হননি বলে খবর।
সূত্রের খবর, মোট ৩টি আগ্নেয়াস্ত্র ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ঘটনার দিন পালানোর সময় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলেছিল। তাই ওই বন্দুকদুটি ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়। প্রথম থেকেই কৃষকদের দাবি ছিল, গুলি চলেছে মন্ত্রী-পুত্রর রাইফেল থেকেই। শেষমেষ রিপোর্টে কৃষকদের দাবিতেই সিলমোহর পড়ল।
সোমবার লখিমপুরকাণ্ডে যোগী সরকারের তদন্তে তীব্র অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। স্ট্যাটাস রিপোর্টে কিছুই নেই বলে মন্তব্য সর্বোচ্চ আদালতের। তদন্তে নজরদারির জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগের পক্ষপাতী আদালত।
লখিমপুরকাণ্ডের শুনানিতে, যোগী সরকারের তদন্ত নিয়ে, তীব্র অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। তদন্তে নজরদারির জন্য, তারা একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগের পক্ষপাতী বলেও জানায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে। এই ঘটনার তদন্তে সিট তৈরি করেছে উত্তরপ্রদেশ পুলিশ। অভিযুক্ত আশিসকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু, সোমবার লখিমপুর-মামলার শুনানিতে তদন্তকারীদের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেয় সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি এন ভি রমানা, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ মন্তব্য করে, তদন্ত প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। ১০ দিন সময় দেওয়ার পরও, স্ট্যাটাস রিপোর্টে নতুন কিছুই নেই।
গত ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে কৃষক খুনের অভিযোগে তোলপাড় গোটা দেশ। ওই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার বেশ কয়েকদিন পর তাঁকে গ্রেফতার করে পুলিশ।