দেশ বিভাগে ফিরে যান

গোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই, ইডি তদন্তের দাবিতে সরব তৃণমূল

November 19, 2021 | < 1 min read

দুর্নীতির অভিযোগে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের বিরুদ্ধে সিবিআই এবং ইডি তদন্তের দাবিতে সরব তৃণমূল কংগ্রেস। গত মাসে সাওয়ান্তের ইস্তফার দাবি জানিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়েছিল তৃণমূলের একটি প্রতিনিধি দল।

তৃণমূলের গোয়ার সংগঠনের দায়িত্বপ্রাপ্ত মহুয়া মৈত্র শুক্রবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর মাধ্যমে তদন্তের দাবি করেছেন। তৃণমূলের অভিযোগ প্রমোদ সাওয়ান্ত প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্রের একটি খনি বেআইনিভাবে অধিগ্রহণ করেছেন।

সংবাদ সম্মেলনে মহুয়া বলেন, মহারাষ্ট্রের দোদামার্গ জেলায় একটি খনি কেনার টাকা সাওয়ান্ত কোথা থেকে পেয়েছিলেন তা তদন্ত করা হবে।

মহুয়া আরও বলেন, ‘প্রমোদ সাওয়ান্ত মুখ্যমন্ত্রী হওয়ার আগে সরকারি হাসপাতালে আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন। তিনি কোথা থেকে এত টাকা পেলেন সেই প্রশ্ন ওনাকে করা প্রয়োজন।’

মহুয়া বলেন, ‘নরেন্দ্র মোদী- অমিত শাহ যারা কথায় কথায় বিরোধী নেতাদের ইডি, সিবিআই- এর ভয় দেখান, তাঁরা সাওয়ান্তের বিরুদ্ধে তদন্ত করছেন না কেন? যেখানে গোয়ায় এখনও খনন কার্য সুপ্রিম কোর্টের নির্দেশে স্থগিত আছে, সেখানে মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের খনির লাইসেন্স পেলেন কী করে?’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mahua Moitra, #tmc, #Pramod Sawant, #Goa CM, #Mining scam

আরো দেখুন