রাজ্য বিভাগে ফিরে যান

বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে কোভিড সংক্রান্ত তথ্য পেয়েছেন ৪২ লক্ষের বেশি মানুষ

December 18, 2021 | 2 min read

যাবতীয় সরকারি প্রকল্পের খুঁটিনাটি জানতে রাজ্যজুড়ে বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছিল। কিছুদিন আগেই এর মাধ্যমে এক কোটি মানুষকে পরিষেবা প্রদানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি প্রকল্পের বাইরেও যে মানুষ এই পরিষেবা পেয়েছেন, তা স্পষ্ট হয়েছে করোনাকালে। গত দেড় বছরে এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভাইরাস সংক্রান্ত নানা বিষয়ে ৪২ লক্ষের বেশি মানুষ সুরাহা পেয়েছেন।

কোথায় গেলে টিকা পাওয়া যাবে বা করোনায় আক্রান্ত হলে কী করতে হবে, কোথায় চিকিৎসা মিলবে ইত্যাদি বিষয় নিয়েই ছিল মানুষের সবচেয়ে বেশি আগ্রহ। আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ব্লকে ব্লকে প্রস্তুত ছিলেন বিএসকে’র কর্মীরা। যে কোনও ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা। পরিসংখ্যান বলছে, শুধুমাত্র ভ্যাকসিন সংক্রান্ত প্রশ্নের জবাব পেয়েছেন ৩২ লক্ষেরও বেশি মানুষ। বাকিদের মধ্যে সিংহভাগ জানতে চেয়েছেন করোনা রোগীর ব্যাপারে। তাঁদের সাধ্যমতো সাহায্য করা হয়েছে। করোনাকালে যে এই সহায়তা কেন্দ্র মানুষের থেকে মুখ ফিরিয়ে নেয়নি, এই পরিসংখ্যানই তার প্রমাণ, বলছেন আধিকারিকরা।

জেলা সূত্রে জানা গিয়েছে, এখনও অনেকে বিভিন্ন বিএসকে’তে এসে টিকা কোথা থেকে মিলবে, কীভাবে তার রেজিস্ট্রেশন করতে হবে ইত্যাদি বিষয় জানতে চাইছেন। কোনও কোনও ব্লকে হাতে ধরে রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া হয়েছে। কখনও কখনও করোনা রোগীকে নিয়েই অনেকে চলে এসেছেন বিএসকে’তে। এক বিডিও বলেন, করোনা পরীক্ষার রিপোর্ট নিয়েই এসেছেন বেশিরভাগ মানুষ। রোগীকে কোন হাসপাতালে নিয়ে যাব, কীভাবে নিয়ে যাব ইত্যাদি জিজ্ঞাস্য ছিল তাঁদের।

প্রায় প্রতিটি জেলাতেই সরকারি প্রকল্পের খবরের তুলনায় করোনা নিয়েই বিএসকে’তে ছুটে এসেছেন সাধারণ মানুষ। হুগলি এবং পূর্ব মেদিনীপুর— দুই জেলাতেই এক লক্ষের উপর মানুষ শুধু করোনা রোগীদের সম্পর্কে তথ্য জানতে বিভিন্ন সহায়তা কেন্দ্রে এসেছেন। এই দুই জেলাই রাজ্যের মধ্যে শীর্ষে। বাঁকুড়া, আলিপুরদুয়ার, দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও গড়ে ৭০ হাজার করে মানুষ এই বিষয়ে দ্বারস্থ হয়েছেন সহায়তা কেন্দ্রের। দেখা যাচ্ছে, ভ্যাকসিনের বিষয়ে জানতে পূর্ব বর্ধমান জেলায় সাড়ে তিন লক্ষের বেশি মানুষ এসেছেন সহায়তা কেন্দ্রে। এছাড়াও অন্তত চার-পাঁচটি জেলায় দুই থেকে আড়াই লক্ষ করে মানুষ এই পরিষেবা পেয়েছেন। এক থেকে দুই লক্ষ মানুষ এমন সাহায্য পেয়েছেন, এমন জেলার সংখ্যাও একাধিক।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #covid 19, #Bangla Sahayata Kendra

আরো দেখুন