রাজ্য বিভাগে ফিরে যান

শিক্ষাক্ষেত্রে আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আনার ভাবনা রাজ্যের

December 24, 2021 | < 1 min read

 ‘রাজ্যের শিক্ষাক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। নির্দিষ্ট সময়ের জন্য চ্যান্সেলর পদ থেকে তাঁকে সরানোর ভাবনা। সেই পদে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) বসানোর ভাবনা। খতিয়ে দেখা হচ্ছে সাংবিধানিক ও আইনি দিক”, ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)।

আজ ব্রাত্য বসু বলেন, ‘যদি দিনের পর দিন এভাবে ফাইল ফেলে আটকে রাখেন, বিন্দুমাত্র সহযোগিতার মনোভাব না দেখান, তাহলে কেরলের রাজ্যপাল যেটা বলেছেন, অন্তবর্তী সময়ের জন্য চ্যান্সেলর পদে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আসতে পারি কি না, সেটা খতিয়ে দেখব। উনি যদি শিক্ষার সঙ্গে জড়িত কোনও কাজ না করে শুধু ট্যুইট করা আর ফেসবুকে যাওয়া করেন, তাহলে আমরা সেটা গ্রহণ করছি না। উনি তো সহযোগিতার রাস্তায় আসবেন। ওঁর পদের যে কাজ, সেটা উনি ভুলে যাচ্ছেন। অতীতে কোনও রাজ্যপালের সময় এরকম হয়নি। কেরলের রাজ্যপাল কিছুদিন আগে এরকম কথাই বলেছেন। আমরা তাঁর কথার পুনরাবৃত্তি করছি মাত্র। কোনও রাজ্যপাল যখন তাঁর রাজ্যের ক্ষেত্রে এই কথা বলছেন, তখন যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সব রাজ্যেই সেটা হতে পারে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Education, #Jagdeep Dhankhar, #Mamata Banerjee, #Bratya Basu, #universities, #Chancellor, #West Bengal Education Minister

আরো দেখুন