কলকাতা বিভাগে ফিরে যান

অতিমারীর প্রকোপ, বিবেকানন্দের জন্মতিথিতেও বন্ধ থাকবে বেলুড়মঠ

January 6, 2022 | < 1 min read

করোনার কোপে এবার স্বামী বিবেকানন্দের জন্মদিবসে ভক্ত প্রবেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বেলুড় মঠে। অনির্দিষ্টকালের জন্য বেলুড় মঠের দরজা বন্ধ হয়ে যাওয়ায় ১২ জানুয়ারি প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা। একইসঙ্গে ২৫ জানুয়ারি স্বামীজির জন্মতিথিতেও অবস্থার পরিবর্তন না হলে মঠ বন্ধই থাকবে। রীতি মেনে অনুষ্ঠান পালন হতে পারে মঠের ভিতরে। তবে মঠের অনুষ্ঠান ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমের মাধ্যমে সরাসরি দেখার ব্যবস্থাও করা হবে। নির্দিষ্ট লিঙ্কে গিয়ে দর্শনার্থীরা তা দেখতে পাবেন। বেলুড় মঠ সূত্রের খবর, মাঝে যদি অবস্থার পরিবর্তন হয় সেক্ষেত্রে কর্তৃপক্ষ বৈঠক করে মঠ খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে বন্ধ থাকবে বেলুড় মঠের দরজা। কবে তা পুনরায় খোলা হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Belur Math, #covid19

আরো দেখুন