কলকাতা বন্দরে বিক্ষোভের ডাক

কলকাতা বন্দর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত করার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ১০ জুন কলকাতা পোর্টের সদর দপ্তরের সামনে প্রতিবাদ-বিক্ষোভের কর্মসূচি নিল ফরওয়ার্ড ব্লক।

June 5, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতা বন্দর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত করার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ১০ জুন কলকাতা পোর্টের সদর দপ্তরের সামনে প্রতিবাদ-বিক্ষোভের কর্মসূচি নিল ফরওয়ার্ড ব্লক। বৃহস্পতিবার এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। ওই দিন সারা রাজ্যেও বিক্ষোভ দেখানো হবে। নরেনের বক্তব্য, কলকাতা ডক নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত।

কলকাতা বন্দরে বিক্ষোভের ডাক

সেই জায়গায় সমগ্র বন্দর শ্যামাপ্রসাদের নামে করার মাধ্যমে দেশপ্রেমিক জনতার আবেগে আঘাত করা হয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েক মাস আগে কলকাতায় একটি অনুষ্ঠানে এসে বন্দরের নাম বদলের প্রস্তাব দিয়েছিলেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হওয়ায় বন্দরের সদর দপ্তরে বিক্ষোভ দেখাতে চলেছে ফরওয়ার্ড ব্লক। নরেন চট্টোপাধ্যায় বন্দরের চেয়ারম্যানকে একটি চিঠিতে এই নামকরণের বিরোধিতা করেছেন। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীও নয়া এই নামকরণের প্রতিবাদ করেছেন। প্রদেশ কংগ্রেসও আগেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen