রাজ্য বিভাগে ফিরে যান

নেতাজির মূর্তিতে মাল্যদান নিয়েও বিজেপির গুন্ডামি, রণক্ষেত্র ভাটপাড়া

January 23, 2022 | < 1 min read

ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। বিজেপি সাংসদ অর্জুন সিংহকে লক্ষ্য করে হল ইটবৃষ্টির অভিযোগ। সাংসদের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থলে মোতায়েন র‌্যাফ।

স্থানীয় সূত্রে খবর, ভাটপাড়ার বিধায়ক পবন সিংহ নেতাজি মূর্তিতে মাল্যদানের সময় তৃণমূল সমর্থকদের সঙ্গে বিজেপি সমর্থকদের বচসা বেঁধে যায়। মুহূর্তে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। ঘটনাস্থলে ছুটে আসেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। তাঁর সঙ্গে ধস্তাধস্তি চলে। বিজেপি-র অভিযোগ, তাদের শান্তিপূর্ণ মাল্যদানের অনুষ্ঠানে তৃণমূল হামলা চালিয়েছে। তৃণমূলের পাল্টা অভিযোগ, নিরাপত্তারক্ষীদের নিয়ে সাংসদই তাদের উপর চড়াও হন। অর্জুন সিংহকে লক্ষ্য করে ইটবৃষ্টিও হয়েছে বলে অভিযোগ।

অর্জুন সিংহের অভিযোগ, তৃণমূল ভাটপাড়াকে অশান্ত করার চেষ্টা করছে, গুন্ডামি চালাচ্ছে। তারই পরিণাম এই সংঘর্ষের ঘটনা। তাঁর নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। পাল্টা তৃণমূলের অভিযোগ, অর্জুনের নিরাপত্তারক্ষীরাই কয়েক রাউন্ড গুলি চালিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#netaji, #bjp, #Arjun singh, #Bhatpara, #Paban Singh

আরো দেখুন