দেশ বিভাগে ফিরে যান

অঙ্গনওয়াড়ি দিদিমনির অভিনব উদ্যোগ

December 5, 2019 | < 1 min read

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের পুষ্টিকর খাবারের জন্যে সরকারের যা বরাদ্দ টাকায় কুলোয় না সব্জি।এদিকে বাচ্চাদের পুষ্টির জন্যে সব্জিও জরুরী। এই ভেবেই ‘দিদিমণি’ বর্ণালী ভট্টাচার্য গ্রামের মানুষের দ্বারস্থ হন। সকলেই আনাজের চাষ করেন। কেউ কেউ আবার বাড়ি সংলগ্ন জমিতেই ফলান সব্জি। দিদিমণি সকল কেই অল্প কিছু দিতে বলেন। তা দিয়েই শিশুদের মুখে ভাতের সঙ্গে আনাজের তরকারি তুলে দিতে পারবেন তিনি।

সামান্য চাহিদা। আর শিশুরাও তো তাঁদেরই বাড়ির ছেলেমেয়ে। রাজি হয়ে যান গ্রামবাসীরা।

ত্রিপুরার ধলাই জেলার হারেরখোলা অঙ্গনওয়াড়ি এ ভাবেই চালাচ্ছিলেন দিদিমণি। একদিন তাঁর মনে হল, এএকেবারেই ভিক্ষা হয়ে যাচ্ছে। দুবছর পরে তিনি আবার গ্রামবাসীদের কাছে যান নতুন আর্জি নিয়ে। দিদিমণি বলেন, ‘‘তোমাদেরই জমির কোণে কোণে আমাদেরই কয়েকটা করে গাছ লাগাতে দাও। তার আনাজেই আমাদের চলে যাবে।’’ এ বারও রাজি গ্রামবাসীরা। অঙ্গনওয়াড়ির ২৩টি শিশুকে নিয়েই বিভিন্ন জমির এক চিলতে জায়গায় লাগিয়ে ফেলেন কুমরো, লাউ, সিম, বেগুন, টম্যাটো, কাঁচালঙ্কা, পেঁপে, কলা প্রভৃতি। শিশুরাও খুশি , তাদেরর ফসলেই পেট ভরছে তাদের।

TwitterFacebookWhatsAppEmailShare

আরো দেখুন