আসন্ন এশিয়ান গেমসে মেন্টর হিসেবে কাজ করতে চলেছেন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ

দীর্ঘ ১২ বছর পর আবারও ফিরছে এশিয়ান গেমসে দাবা

January 29, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আসন্ন এশিয়ান গেমসে ( Asian Game) অংশগ্রহণকারী ভারতীয় দাবাড়ুদের মেন্টর হিসেবে কাজ করতে চলেছেন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ (Vishwanathan Anand)। এদিন এমনটাই জানালেন অল ইন্ডিয়া চেস ফেডারেশন। দীর্ঘ ১২ বছর পর আবারও ফিরছে এশিয়ান গেমসে দাবা।


এদিন একটি বিবৃতির মাধ্যমের সর্বভারতীয় দাবা ফেডারেশন জানিয়েছে, “আসন্ন গেমসে চারটি স্বর্ণপদককে লক্ষ্য রেখে, কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ একটি ভিন্ন ভূমিকা নেবেন এবং দলকে মেন্টর করবেন। খেলোয়াড় ও মেন্টরের মধ্যে প্রথম সেশন আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে।”

২০১০ সালে গুয়াংঝাউ এশিয়ান গেমসে শেষবার দাবার ইভেন্ট আয়োজিত হয়েছিল, যেখানে ভারত দুটি ব্রোঞ্জ পদক জিতেছিল। ইতিমধ্যেই অল ইন্ডিয়া দাবা ফেডারেশন প্রস্তুতি শুরু করে দিয়েছে। ১০জন করে পুরুষ ও মহিলাদের এক সম্ভাব্য দল তৈরি করেছে। এই দলে রয়েছেন বাঙালি গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen