রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, বিকল্প রাস্তা জানাল কলকাতা পুলিশ

রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত উভয় দিকেই যান চলাচল বন্ধ থাকবে।

February 10, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Trek Earth

আগামী রবিবার অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি ছ’ঘণ্টার জন্য যান চলাচলা বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)-তে। বুধবার এমনটাই জানানো হয়েছে সেতুর তদারকি সংস্থা এবং কলকাতা পুলিশের তরফে। নির্দেশিকায় বলা হয়েছে, সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্যই রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত উভয় দিকেই যান চলাচল বন্ধ থাকবে।

দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হলে যান চলাচল কী ভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা-ও জানানো হয়েছে কলকাতা পুলিশের নির্দেশিকায়।

১। যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে খিদিরপুর রোড, এজেসি বোস রোড, জিরাট আইল্যান্ড, সেন্ট জর্জেস রোডে।

২। এজেসি বোস রোড ধরে জিরুট আইল্যান্ডের দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়া যানবাহনকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিঙের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তাতে যানবাহনগুলি সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্রান্ড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারবে।

৩। জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুগামী গাড়িকে ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে ওই গাড়িও সেন্ট জর্জেস গেট রোড-স্ট্রান্ড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারে।

৪। খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে যে সব গাড়ি দ্বিতীয় হুগলি সেতুর দিকে আসবে, সেগুলিকেও হেস্টিংস ক্রসিং হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

৫। কেপি রোড ধরে আসা গাড়িকে ওয়াই পয়েন্ট থেকে ফারলং রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে সেগুলি রেড রোড ধরে হাওড়া যেতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen