প্রযুক্তি বিভাগে ফিরে যান

হোয়াটস্যাপে নতুন প্রতারণার ফাঁদ হ্যাকারদের

June 10, 2020 | < 1 min read

এবার নতুন প্রতারণার ফাঁদ পেতেছে হ্যাকাররা। হোয়াটস্যাপ কর্তৃপক্ষের নাম ভাঁড়িয়ে মেসেজ পাঠানো হচ্ছে ব্যবহারকারীদের। চাওয়া হচ্ছে ভেরিফিকেশন কোড। যেটি মিললেই কেল্লাফতে! আপনার হোয়াটস্যাপে অবাধ বিচরণ করতে পারবে হ্যাকাররা। তাই সাবধান হন এখুনি। 

এক ব্যক্তি সম্প্রতি তাঁর টুইটার হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ্যে আনেন এই বিষয়টি। তিনি জানান, অপরিচিত একটি নম্বর থেকে স্প্যানিশে তাঁর কাছে একটি মেসেজ যায়। নম্বরটি হোয়াটস্যাপের অফিশিয়াল নম্বর বলে দাবি করে ওই ব্যক্তির কাছে হোয়াটস্যাপের চালু করার সময় যে ৬ ডিজিটের ভেরিফিকেশন কোডটি মোবাইল নম্বরে যায়, সেটি চাওয়া হয়। 

কিন্তু কেবল মাত্র নতুন করে কোনও স্মার্টফোনে হোয়াটস্যাপ চালু করার ক্ষেত্রেই প্রয়োজন পড়ে ওই ভেরিফিকেশন কোডটির। তাই সন্দেহ হওয়ায় গোটা বিষয়টি টুইট করে জানান তিনি। এরপরই WABetaInfo-এর তরফে পালটা টুইটে জানানো হয় যে, হোয়াটস্যাপের তরফে কখনই এধরনের মেসেজ করা হয় না। অতএব এটি ভুয়ো। পাশাপাশি, এবিষয়ে সকল ব্যবহারকারীকে সতর্কও করেন তাঁরা।

কিন্তু ভেরিফিকেশন কোডটি হাতে পেলে ঠিক কী করত অভিযুক্তরা? কোডটি পেলেই আপনার হোয়াটস্যাপ অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে চলে যাবে হ্যাকারের আয়ত্তে। আপনার ব্যক্তিগত চ্যাট থেকে শুরু করে ছবি, এমনকী কনট্যাক্টসে থাকা ফোন নম্বরও চলে যাবে তাঁদের হাতের মুঠোয়। 

তাই সাবধান, মনে রাখবেন হোয়াটস্যাপের তরফে কখনই কোনও ব্যবহারকারীকে এধরণের মেসেজ করা হয় না। তাই কখনই কারও সঙ্গে ভেরিফিকেশন শেয়ার করার আগে ভাবুন। অপরিচিতের ক্ষেত্রে নৈব নৈব চ। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Whatsapp, #hackers

আরো দেখুন