আইনের ওপর ভরসা রাখুন – আনিসের পরিবারকে বার্তা রিজওয়ানুরের দাদার

২০০৭ সালে দুই সাবালকের ভালবাসার সম্পর্কে মেয়েটির পরিবারের পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। রিজওয়ানুরকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল। বিচার চেয়ে পথে নেমেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি।

February 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আনিস খুন কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য।

সর্বত্র দেখা যাচ্ছে প্রতিবাদ মিছিল, মহাকরণ অভিযান। আর এই ঘটনাই মনে করিয়ে দিচ্ছে ১৫ বছর আগে বাম জমানায় ঘটা রিজওয়ানুর-কাণ্ড। সেই সময়ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এবার সেই রিজওয়ানুর দাদা রুকবানুর
বার্তা দিলেন আনিসের পরিবারকে। বলেন, ‘‌স্বজন হারানোর দুঃখ আমরাও বুঝি। আমাদের স্মৃতিতে রিজওয়ানুরকে হারানোর ক্ষতটা এখনও তাজা। আমি হাওড়ার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। কিন্তু, বিষয়টা হল পুলিশকে তদন্ত করতেই হবে। আমাদের মুখ্যমন্ত্রী SIT গঠন করেছেন। আমি সবাইকে আবেদন করব ওই পরিবারের পাশে দাঁড়ান। আমরা আনিসের পরিবারের পাশে রয়েছি। বিরোধীরা কুৎসা করবেই। আইনের ওপর ভরসা রাখুন।’‌

তিনি আরও বলেন, ‘‌অনেকে বলছেন রিজওয়ানুরের দোষীরা এখনও শাস্তি পেল না। আমি তাঁদের উদ্দেশে বলি সাজা পাওয়াটা আমার বা অন্য কারও হাতে নেই। তদন্তকারীরা রিপোর্ট পেশ করেছেন। তা আদালতে জমা হয়েছে। ট্রায়াল চলছে। আমাদের হাতে বিষয়টি নেই। আইন, আদালতের উপর ভরসা রাখতে হবে।’‌

২০০৭ সালে দুই সাবালকের ভালবাসার সম্পর্কে মেয়েটির পরিবারের পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। রিজওয়ানুরকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল। বিচার চেয়ে পথে নেমেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি। এবার তাঁর সরকারের পুলিশের বিরুদ্ধে আঙুল উঠেছে। এই পরিস্থিতিতে রিজওয়ানুর পরিবারের সদস্যরা আইনের ওপর ভরসা রাখতে বললেন আনিসের পরিবারকে।

rizwanur-rahaman-brother-rukbanur-sends-a-message-to-anis-khan-s-family

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen