খেলা বিভাগে ফিরে যান

“কয়েকদিনের মধ্যে অনুশোচনা প্রকাশ না করলে…” হুমকি বিতর্কে দৃষ্টিভঙ্গির কাছে মুখ খুললেন ঋদ্ধিমান

February 23, 2022 | < 1 min read

ফোন না ধরায় কে পাঠিয়েছিলেন ‘হুমকি’ ভরা মেসেজ? কোন সাংবাদিকের তথ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছেন ঋদ্ধিমান? অবশেষে তা নিয়ে মুখ খুললেন ভারতীয় উইকেটকিপার। দৃষ্টিভঙ্গিকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঋদ্ধিমান জানালেন, কয়েকদিনের মধ্যে নির্দিষ্ট ব্যক্তি অনুশোচনা প্রকাশ না করলে প্রকাশ্যে সেই সাংবাদিকের নাম ঘোষণা করতে চান তিনি।

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দল (Team India) থেকে বাদ পড়ার পরই জোর চর্চা চলছে ঋদ্ধিমানকে নিয়ে। অনেকে তাঁর ছাঁটাই নিয়ে প্রশ্নও তুলেছেন। এসবের মধ্যেই বিতর্ক উসকে যায় ঋদ্ধিমানের (Wriddhiman Saha) একটি পোস্ট ঘিরে। বাংলার উইকেটকিপার জানান, এক সাংবাদিকের থেকে ‘হুমকি’ মেসেজ পেয়েছেন তিনি! নাম না করে ওই সাংবাদিকের পাঠানো মেসেজের একটি স্ক্রিনশটও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

দৃষ্টিভঙ্গিকে ঋদ্ধিমান জানিয়েছেন, খেলার দুনিয়ার প্রাক্তন থেকে পরিবার এ মুহূর্তে সকলকেই পাশে পেয়েছেন তিনি। তাঁর কথায়, ‘আমি বিতর্ক তৈরি করতে চাইনি। ঘটনা লোকে টেনে এমন জায়গায় নিয়ে গেছে।”

পাশাপাশি, নিজে দল থেকে বাদ পড়লেও ভারতীয় ক্রিকেট দল খেলার মাঠে ভালো ফল করুক, চান ঋদ্ধিমান সাহা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Wriddhiman Saha, #Wicket keeper, #India, #journalist

আরো দেখুন