খেলা বিভাগে ফিরে যান

প্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেটার রডনি মার্শ

March 4, 2022 | < 1 min read

রডনি মার্শ

প্রয়াত কিংবদন্তি অজি ইউকেটরক্ষক রডনি মার্শ (Rodney Marsh)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গত ২৪ ফেব্রুয়ারি নিজের কুইন্সল্যান্ডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন মার্শ। তারপর থেকেই ভরতি ছিলেন হাসপাতালে। বৃহস্পতিবার অ্যাডিলেডের সেই হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন মার্শ।

কিংবদন্তি এই অজি ক্রিকেটারের নামের পাশে রয়েছে একাধিক রেকর্ড। প্রায় ১৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে অস্ট্রেলিয়ার (Cricket Australia) হয়ে ৯৬টি টেস্ট এবং ৯২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মার্শ। ইউকেটের পিছনে কেরিয়ারে ৩৫৫টি ইউকেট শিকার করেছেন তিনি। ১৯৮৪ সালে যখন মার্শ অবসর নিলেন তখন এটা ছিল বিশ্বরেকর্ড। শুধু উইকেটরক্ষক হিসাবে নয়, ব্যাটার হিসাবেও অনবদ্য রেকর্ড রয়েছে তাঁর নামের পাশে। সব মিলিয়ে ৩টি টেস্ট শতরান রয়েছে তাঁর। ২৬.৫১ গড়ে ৩ হাজার ৬৩৩ রান করেছেন। এক দিনের ক্রিকেটে ২০.০৮ গড়ে ১ হাজার ২২৫ রান রয়েছে মার্শের। প্রথম অজি উইকেটকিপার হিসাবে সেঞ্চুরি করেছেন তিনি।

তাঁর যাবতীয় কর্মকাণ্ডের অবসান ঘটল বৃহস্পতিবার। মার্শের প্রয়াণে শোকগ্রস্ত ক্রিকেটমহল। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফেও টুইট করে শোকপ্রকাশ করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া শোকবার্তায় জানিয়েছে,”আমরা মার্শের প্রয়াণে শোকগ্রস্ত। অজি ক্রিকেটে ওঁর অবদান ভোলার নয়। ওঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #RIP, #Australia, #Rodney marsh

আরো দেখুন