রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও, সংক্রমণের হার কমে ৩২

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৪৫৬ জনের। যা সোমবারের তুলনা. অনেকটা বেশি। রাজ্যের মোট করোনা পরীক্ষা বেড়ে দাঁড়িয়েছে ২৪, ৩৮৭, ৯৮২। পরিস্থিতি আয়ত্তে এলেও জোরকদমে চলছে টিকাকরণ।

March 8, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দু’বছর পর অতিমারী থেকে মুক্তির আশায় বুক বাঁধছে বিশ্ব। বিধিনিষেধ সরিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে তারা। বাংলাও তার ব্যতিক্রম নয়। গত কয়েক মাসের ভয়াবহ ছবি মুছে করোনামুক্তির পথে রাজ্য। গত ২৪ ঘণ্টায় ২১ হাজারেরও বেশি করোনা পরীক্ষা হয়েছে বাংলায়। তবে আক্রান্তের সংখ্যা একশোর নিচেই রয়েছে। যা নিসন্দেহে স্বস্তি দিচ্ছে চিকিৎসক মহলকে।

স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৬৮ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ১৫ হাজার ৯৮০ জন। পজিটিভিটি রেট ০.৩২ শতাংশ। যা সোমবারের তুলনায় অনেকটা কম।

সোমবার বাংলায় করোনার মৃতের সংখ্যা শূন্য ছিল। কিন্তু এদিনের পরিসংখ্যান বলছে, করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি ২১ হাজার ১৮১ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১০৫। মোট করোনা জয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ২৫০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৪৫৬ জনের। যা সোমবারের তুলনা. অনেকটা বেশি। রাজ্যের মোট করোনা পরীক্ষা বেড়ে দাঁড়িয়েছে ২৪, ৩৮৭, ৯৮২। পরিস্থিতি আয়ত্তে এলেও জোরকদমে চলছে টিকাকরণ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen