দেশ বিভাগে ফিরে যান

সরকারি প্রকল্পের জন্য মোদীর ‘নমো’ অ্যাপে অনুদান চাওয়া নিয়ে বিতর্ক

March 16, 2022 | 2 min read

সাধারণ মানুষের কাছেই অনুদান চাইছে বিজেপি। তাও আবার সরকারি প্রকল্পের জন্য! বিজেপির এই ‘চাহিদার’ প্ল্যাটফর্ম? ‘নমো’ অ্যাপ। তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের ‘স্বচ্ছ ভারত’ ও ‘বেটি বাঁচাও বেটি পড়াও’য়ের নামও। অনুদান হিসেবে দেওয়া যাবে এক হাজার থেকে ৫ হাজার টাকা। গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই তুমুল জলঘোলা শুরু হয়েছে। কারণ প্রকল্পগুলির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট মন্ত্রক স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এভাবে অ্যাপের মাধ্যমে সরকারি কর্মসূচির জন্য টাকা তোলার নিয়ম নেই।

এই ইস্যুতে আরটিআই করেছিলেন চেন্নাইয়ের সাংবাদিক বি আর অরবিন্দাক্ষণ। সংশ্লিষ্ট মন্ত্রকের জবাব পাওয়ার পর তাঁর প্রতিক্রিয়া, ‘সরকারি প্রকল্প স্বচ্ছ ভারত কর্মসূচিতে অনুদান দিয়েছিলাম। কিন্তু, রসিদ এসেছে বিজেপির তরফে। এটা প্রতারণা।’ যদিও নমো অ্যাপের মাধ্যমে সরকারি প্রকল্পে অনুদান নেওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছে বিজেপি। অরবিন্দাক্ষণের সুরে গোটা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তাঁদের অভিযোগ, করোনা পর্বে পিএম কেয়ার্সের নামে বিপুল অনুদান তোলা হয়েছিল। কিন্তু তার খরচের হিসেব নেই। একইভাবে, নমো অ্যাপের মাধ্যমে স্বচ্ছ ভারত বা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের জন্য অনুদান চাওয়া হচ্ছে। তা সঠিকভাবে ব্যবহার হবে কি না, তারও কোনও নিশ্চয়তা নেই।

ঠিক কীভাবে অনুদান নেওয়া হচ্ছে? জানা গিয়েছে, নমো অ্যাপে ‘ডোনেশন’ নামে একটি অপশন রয়েছে। তাতে ক্লিক করলেই নতুন একটি পেজ খুলছে। তার উপরে লেখা, ছোট অনুদান দিয়ে বিজেপিকে সাহায্য করুন। এর নীচে ৫, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা অনুদানের বিকল্প রয়েছে। সেই সঙ্গে, আপনার ব্যক্তিগত তথ্য (নাম, ফোন নম্বর, ই-মেল আইডি, রাজ্য) পূরণের জায়গা। ঠিক তার পরের অপশন নিয়েই বিতর্ক। সেটিতে লেখা রয়েছে—কজ ফর ডোনেশন। অর্থাত্, আপনি কেন অনুদান দিতে চান? এই অপশনে ক্লিক করলেই বেশ কয়েকটি বিকল্প আসছে। তার মধ্যে রয়েছে, স্বচ্ছ ভারত, বেটি বাঁচাও বেটি পড়াও, কিষান সেবা, পার্টি তহবিল ও অন্যান্য। দলের জন্য চাঁদা চাওয়ার পাশাপাশি, কেন্দ্রীয় প্রকল্পতেও অনুদান দেওয়ার সুযোগ রয়েছে। এই নিয়ে তথ্য জানার অধিকার আইনে মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রক এবং পানীয় জল ও নিকাশি মন্ত্রককে চিঠি লেখেন অরবিন্দাক্ষণ। তাতে সংশ্লিষ্ট মন্ত্রক সাফ জানিয়েছে, এভাবে অ্যাপের মাধ্যমে প্রকল্পের নামে অনুদান সংগ্রহ করার কোনও নিয়ম নেই। প্রধানমন্ত্রীর দপ্তরের কাছেও এই বিষয় জানতে চাওয়া হয়েছিল। সেখান থেকে বলা হয়, এই সংক্রান্ত কোনও তথ্য তাদের কাছে নেই।

যদিও এই ইস্যুতে বেনিয়মের কিছু দেখছেন না তামিলনাড়ুর বিজেপি মুখপাত্র নারায়ণ তিরুপতি। প্রথমে গোটা বিষয়টি অস্বীকার করলেও পরে ঢোঁক গেলেন তিনি। নারায়ণের যুক্তি, নমো অ্যাপ টিমের সঙ্গে আমি কথা বলেছি। সরকারি প্রকল্পে নয়, পার্টির কাজের জন্য অনুদান চাওয়া হচ্ছে। স্বচ্ছ ভারত, বেটি বাঁচাও বেটি পড়াও—প্রকল্পগুলি দেখে মানুষ বিজেপির প্রতি আকৃষ্ট হয়েছে। তাই ‘কজ ফর ডোনেশন’-এর মধ্যে এগুলি রাখা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#NaMo, #Narendra Modi

আরো দেখুন