বর-কনের বিয়ের সাজে এবার ‘ম্যাচিং মুখঢাকনী’

বর-কনের মন এর থেকে কিছুটা ভালো করতে এবার তাই ম্যাচিং মাস্ক নিয়ে এলো শহরের এক অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান।

June 17, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা আঘাত হেনেছে অর্থনীতি থেকে ব্যক্তিগত জীবনে এমনকি যেকোনো সামাজিক রীতিনীতিতেও। বৈশাখের সব বিয়ে ভেস্তে দিয়েছে। আষাঢ়ে যাঁরা বিয়ে করতে চলেছেন, তাঁদের উপর হাজারো বিধিনিষেধের ফতোয়া। নিমন্ত্রিতের সংখ্যা ৫০-এ নামিয়ে আনা হয়েছে। রাজ্যের কন্টিনমেন্ট জোনে  অবশ্য এই সংখ্যা ২৫।

এবার বোঝার ওপর শাকের আঁটি। বিয়ের সাজে অপরূপা কনের মুখের অর্ধেকটাই ঢাকা পড়ে যাবে মাস্কে। যে মুহূর্তের ছবি মানুষের সারা জীবনের সঙ্গী, সেই মুহূর্তগুলো ফ্রেমবন্দী হবে মুখঢাকা অবস্থাতেই।

তাই জীবনের সব থেকে খুশীর মুহূর্তের আগে মনখারাপ ভাবী কনের। পাত্রেরও তো জীবনের সব থেকে বড় মুহুর্ত এটাই। তাই তাঁরও মুখ ভার।

বর-কনের মন এর থেকে কিছুটা ভালো করতে এবার তাই ম্যাচিং মাস্ক নিয়ে এলো শহরের এক অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান। বেনারসী, ঢাকাই, কাঞ্জিভরম, ব্যোমকাই। শাড়ি হোক বা লেহেঙ্গা। পাঞ্জাবী হোক বা শেরওয়ানি। যেমন পোশাক তেমন মাস্ক।

বিয়ের বর, কনে থেকে বিয়েবাড়িতে আসা অতিথি অভ্যাগতরা। ম্যাচিং মাস্কে কারোরই সাজগোজ আর ‘মিস ম্যাচ’ হবে না। মাস্ক এখন আমাদের জীবনের অঙ্গ। আর তাই এবার জীবনের সেরা মুহূর্তগুলোও ফ্রেমবন্দী হবে মানানসই ম্যাচিং সাজে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen