এনআরএস মেডিক্যাল কলেজে দেহ ছুঁয়ে শপথ গ্রহণ ২২শে মার্চ

সেখানে উপস্থিত থাকতে চলেছেন এন আর এস-এর প্রথম ব্যাচের মহিলা এমবিবিএস ডাঃ সাবিত্রী দে।

March 20, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহ স্পর্শ করে হবু ডাক্তারদের অভিনব শপথগ্রহণ অনুষ্ঠান হবে ২২ মার্চ। সেখানে উপস্থিত থাকতে চলেছেন এন আর এস-এর প্রথম ব্যাচের মহিলা এমবিবিএস ডাঃ সাবিত্রী দে। উল্লেখযোগ্য বিষয় হল, ১৯৪৮ সালে ভারতবিখ্যাত এই হাসপাতালটির নাম ছিল ক্যাম্পবেল মেডিক্যাল কলেজ। সেই ’৪৮-এরই প্রথম এমবিবিএস ব্যাচের ছাত্রী সাবিত্রীদেবী। তাঁর স্নাতকপর্ব শেষ হয় ১৯৫৩ সালে। ততদিনে (১৯৫০ সালে) ক্যাম্পবেল মেডিক্যাল কলেজেরও নাম পাল্টে এন আর এস হয়ে গিয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen