‘দিল্লির কানে আমাদের কথা পৌঁছাচ্ছে না’, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রকে খোঁচা সাংসদ দেবের

বন্যা মোকাবিলা করার জন্য বেশকিছু বিষয় নিয়ে বৃহস্পতিবার আলোচনা হয়েছে বলেও জানান সাংসদ-অভিনেতা।

March 31, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: ফাইল চিত্র

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) কার্যকর না করা নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন দেব (Dev) তথা দীপক অধিকারী (Deepak Adhikari)। সাংসদ-অভিনেতার অভিযোগ, ‘আমাদের কথা দিল্লির কানে পৌঁছচ্ছে না। আমাদের নিজেদের জন্য লড়তে হবে’।

বৃহস্পতিবার ঘাটালের হরি সিংপুর পার্ক পরিদর্শনে যান সাংসদ-অভিনেতা দেব (Dev) ওরফে দীপক অধিকারী (Deepak Adhikari)। ঘাটালের মহকুমা শাসকের দফতরে জেলা শাসক রেশমি কমলের সঙ্গে বৈঠক করেন তিনি। বীরসিংহ উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দেন। ঘাটালের সাংসদ বলেন, “ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) নিয়ে আমি অনেকবার চিঠি দিয়েছি। আমার মনে হয়, দিল্লির কানে আমাদের কথাগুলো পোঁছচ্ছে না। আমাদেরকেই নিজেদের জন্য লড়াই করতে হবে। ঘাটালের মানুষদের বলব আমরা আপনাদের পাশে আছি। যতদিন বাঁচব ঘাটালের মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। তার জন্য আজকের মিটিং গুরুত্বপূর্ণ ছিল।”

বন্যা মোকাবিলা করার জন্য বেশকিছু বিষয় নিয়ে বৃহস্পতিবার আলোচনা হয়েছে বলেও জানান সাংসদ-অভিনেতা। এছাড়া, ঘাটাল মহকুমা হাসপাতাল,ঘাটাল কলেজের পরিকল্পনা উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথাও জানান দেব (Dev)। পার্ক পরিদর্শনের পর ঘাটাল মহকুমা হাসপাতাল, ঘাটাল কলেজ পরিদর্শন করে ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে দলীয় সংবর্ধনা সভায় যোগ দেন সাংসদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen