দ্বিতীয়বারের জন্যে বিয়ের পিড়িতে বসতে চলেছেন জেনিফার ও বেন

আলাদা পথ যেন আবার এক হয়ে গেল। মাঝে কেটে গিয়েছে ১৮টা বছর। এই দীর্ঘ সময় পর দ্বিতীয়বার বাগদান সারলেন মার্কিন অভিনেতা বেন অ্যাফলেক ও পপস্টার জেনিফার লোপেজ। নিজের ওয়েবসাইটে খবরটি জানিয়েছেন পপ তারকা। ‘গিগলি’ ছবির সেটে প্রথম ‘বেনিফার’-এর দেখা। ২০০২ সালে দু’জনে বাগদান সারলেও দু’বছর পর সেই বাগদান ভেঙে দেন জে লো। ওই বছরেই মার্কিন গায়ক মার্ক অ্যান্টনির সঙ্গে জেনিফার বিবাহসূত্রে আবদ্ধ হন। কিন্তু এই সম্পর্কও বেশিদিন টেকেনি। ২০১৪ সালে দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। অন্যদিকে ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেন বেন। ২০১৮তে তাঁদেরও বিবাহবিচ্ছেদ হয়।
উল্লেখ্য, গত বছর বেনিফার-কে প্রথম একসঙ্গে ক্যামেরাবন্দি করে পাপারাৎজিরা। তারপর থেকে বিভিন্ন সময় রেড কার্পেট থেকে রেস্তরাঁয় তাঁদের দেখা গিয়েছে। এমনকী দু’জনে মাঝেমধ্যেই ছুটি কাটিয়েছেন একসঙ্গে। গত বছর জেনিফারের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করে তাঁরা সম্পর্কের ঘোষণা করেছিলেন। শোনা যাচ্ছে যে এই তারকা দম্পতি বিয়ে করতে ইচ্ছুক। খবরটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় বেনিফার অনুরাগীরা দুই তারকাকে শুভেচ্ছা জানিয়েছেন।