ফের টুইটারে বিস্ফোরক তথাগত, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে উগড়ে দিলেন ক্ষোভ

সোমবার দিলীপ বলেন, ‘তথাগত রায়ের কোনও কাজ নেই। তাই বাড়িতে বসে কেবল টুইট করেন।

April 19, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সোমবার বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়কে ‘বিধবা পিসি’ বলে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। তার ২৪ ঘণ্টার মধ্যে ফের বোমা ফাটালেন তথাগত। টুইটে বঙ্গ বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বকেও একহাত নেন তিনি। বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর থেকেই একের পর এক টুইট করে রাজ্য নেতৃত্বকে বিঁধে গিয়েছেন তথাগত। এমনকি টাকা-পয়সা, মহিলা সংস্রব নিয়েও রাজ্য এবং কয়েকজন কেন্দ্রীয় নেতাকে তুলোধোনা করেছেন দলের এই প্রাক্তন রাজ্য সভাপতি।টুইটে তথাগত রায় লেখেন, ‘পশ্চিমবঙ্গ বিজেপি প্রায় ধ্বংসের পর্যায়ে পৌঁছেছে। যে দল ২০২১ সালের পরাজয়ের পরে আত্ম-অনুসন্ধান করে না, সেই দলের মধ্যে আন্দোলন করে সঠিক পথ ঠিক করা যায় না। অতিরিক্ত প্রচার বন্ধ হওয়া প্রয়োজন। কেএসডিএ-র অপকর্মের সামান্য অংশ, যেটুকু আমি জানি, সেটাই প্রকাশ করেছি।’

সোমবার দিলীপ বলেন, ‘তথাগত রায়ের কোনও কাজ নেই। তাই বাড়িতে বসে কেবল টুইট করেন। এটা ওনার বাতিক। তথাগতবাবু সিপিএম আমলে জ্যোতি বসুর থেকে সুবিধা নিয়েছেন, তৃণমূলের থেকে সুবিধা নিয়েছেন, বিজেপি থেকেও বহু সুবিধা নিয়েছেন। কিন্তু বদলে দলকে কিছু দেননি। দিয়েছেন জিরো।  নিজের ন্যূনতম মানমর্যাদা নেই। তাই কোনও দিন কারও কাছ থেকে সম্মানও পাননি তথাগত। আমরা ছোটবেলায় দেখেছি বাড়িতে বসে বিধবা পিসিরা কেবল বউকে কাঠি দিত। আর কোনও কাজ ছিল না তাঁদের। তথাগতবাবুরও হয়েছে ওই দশা। টুইট করা ছাড়া কোনও কাজ নেই।’ ২৪ ঘণ্টার মধ্যে পালটা দিলেন তথাগত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen