দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

করোনাকে নো কেয়ার – বাড়িতেই দেখুন ইসকনের ভার্চুয়াল রথ যাত্রা

June 23, 2020 | 2 min read

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার। আর তাই ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশাসনেস (ISCON) সিদ্ধান্ত নিয়েছিল এ বছর কলকাতায় রথযাত্রা স্থগিত রাখা হবে। সামাজিক দূরত্ববিধি মেনে বহু লোকের সমাগম ঠেকাতেই রথযাত্রা স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছিল ইস্কন কর্তৃপক্ষ। কিন্তু তাবলে কী আর জগন্নাথের দর্শন পাবেন না সাধারণ মানুষ। ৪৯ বছরের প্রথা ভেঙে ইসকনের রথ কলকাতার রাস্তায় না বেরোলেও রথযাত্রা বাড়ি বসেই দেখতে পাবেন ভক্তরা। মায়াপুরের মন্দির থেকে রাজাপুরের জগন্নাথ মন্দির পর্যন্ত ৬ কিমি পথ ধরে যখন এগিয়ে যাবে রথ, তখন বাড়িতেই তাই সরাসরি সম্প্রচার দেখতে পাবেন অগুনতি মানুষ।

Mercy on Wheels নামে এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে সারা বিশ্বের প্রায় ১০৮টি রথযাত্রা বাড়ি বসেই দেখতে পাবেন ভক্তরা। এর জন্যে তৈরি হয়েছে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সেখানে দেওয়া লিংক-এ ভক্তরা যজমান হিসেবে নিজেদের নাম রেজিস্টার করতে পারেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে একটি ইউনিক কোড বা নম্বর দেওয়া হবে। সেই কোডের ভিত্তিতেই রথযাত্রা সম্পর্কে সব তথ্য পৌঁছে যাবে ভক্তদের কাছে। জানা যাবে ২৩/ ২৪ তারিখ কখন দেখা যাবে রথযাত্রার টেলিকাস্ট। গোটা প্রোগ্রামটিই হবে ডিজিটালি কোডেড। যখনই কোনও যজমান লগইন করবেন সাইটে, তখনই তাঁকে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হবে এবং সময় মতো স্ক্রিনে ভেসে উঠবে রথযাত্রা। রথযাত্রার দিন সকাল ৮টার মধ্যে লগইন করতে হবে সাইটে। সেখানেই দেওয়া থাকবে পরবর্তী নির্দেশ।

২৫ হাজার বাড়িতে পৌঁছে যাবে ISKCON-এর ভার্চুয়াল রথ যাত্রা

ইসকন মায়াপুরের মুখপাত্র সুব্রত দাস জানিয়েছেন, ‘ভার্চুয়াল স্টিমিউলেশনের মাধ্যমে ঘরে বসেই রথের দড়ি টানতে পারবেন ভক্তরা। গোটা পরিবার সামিল হতে পারবেন আরতিতে। চাইলে নির্দিষ্টি সময়ে ভোগ প্রসাদও দিতে পারবেন। এক ভক্তের বাড়িতে পুজো গ্রহণ করে ঈশ্বর পাড়ি দেবেন অন্য ভক্তের বাড়ি। পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হবে মায়াপুর থেকে।’

ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ভিত্তিতেই যজমানদের ইউনিক কোড দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন ইসকন মায়াপুরের আধিকারিকরা (ISKON Mayapur)। সারা বিশ্বের প্রায় ২৫ হাজার ঘরে পৌঁছে যাবে ১০৮টি রথ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Rath Yatra 2020, #ISKAN

আরো দেখুন