থুতু ক্ষতি করছে হাওড়া ব্রিজের? টুইট নিয়ে বিরক্ত বন্দর কর্তৃপক্ষ
হাওড়া ব্রিজ নিয়ে ছত্তিশগড় ক্যাডারের এক আইএএস অফিসারের টুইট নিয়ে বিতর্ক দাদা বেঁধেছে। অনীশ সারণ নামে ওই আইএএস অফিসার টুইট করে বলেন, গুটখা খেয়ে থুথু ফেলার জেরে হাওড়া ব্রিজের মতো একটি ঐতিহ্যশালী সেতুর ক্ষতি হচ্ছে। গুটখার ক্ষতিকর দিক তুলে ধরার উদ্দেশে করা টুইটটি ঘিরে সোস্যাল মিডিয়ায় কিছুটা হইচই শুরু হয়েছে। কিন্তু হাওড়া ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) কর্তৃপক্ষ আইএএস অফিসারের টুইটের বক্তব্য ঠিক নয় বলে জানিয়েছে। এসএমপি-র পক্ষে মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় জানিয়েছেন, থুথু ফেলে হাওড়া ব্রিজের ক্ষতি যাতে না হয় তার জন্য ২০১৪ সালেই ব্যবস্থা নেওয়া হয়। ব্রিজের যে সব জায়গায় থুথু ফেলার জন্য ক্ষতির আশঙ্ক ছিল সেখানে ফাইবার রেইনফোর্সড ফাইবারের আস্তরণ লাগানো হয়। ওই ফাইবার নিয়মিত ধোয়া হয়। গত বছর নতুন করে আস্তরণ লাগানো হয়েছে। সুতরাং হাওড়া ব্রিজের কোনওরকম ক্ষতির আশঙ্কা নেই থুথু ফেলার জন্য।