বিনোদন বিভাগে ফিরে যান

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা গৌতম ঘোষের পুত্র ঈশান, ‘ঝিল্লি’ জিতল সেরা ছবির পুরস্কার

May 2, 2022 | < 1 min read

পরিচালকের আসনে গৌতম ঘোষের(Goutam Ghosh) পুত্র ঈশান। বাবার ছবিতে সিনেমাটোগ্রাফার হিসাবে কাজ করেছেন, এবার তিনি পরিচালকের আসনে। প্রথম ছবিতেই সাফল্য পেলেন ঈশান। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম পেল ঈশানের ছবি ‘ঝিল্লি'(Jhilli)। 

শনিবার ঈশানের প্রথম ছবি ‘ঝিল্লি’ দেখানো হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে। ছবির বিষয়বস্তু থেকেই সাড়া জাগিয়েছেন ঈশান। শহরের আবর্জনা ফেলার জায়গা ধাপার মাঠকে ঘিরে সিনেমার গল্প। প্রান্তিক কিছু মানুষের জীবনগাথা তুলে ধরেছেন ঈশান। বকুল, গুড্ডু, চম্পা, শম্ভু- প্রান্তিক মানুষগুলোর জীবন ও জীবিকা এখানেই। একদিন সেখানে গড়ে ওঠে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। হারিয়ে যায় তাঁদের বাঁচার রসদ। ছবিতে অভিনয় করেছেন একগুচ্ছ নয়া অভিনেতা। 

শনিবার এই ছবির প্রদর্শনে ঈশান ও তাঁর কুশীলবেরা ছাড়াও উপস্থিত ছিলেন শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী, ঈশানের বাবা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ প্রমুখ। ছবিটিকে বড় পর্দায় নিয়ে আসতে চান গৌতম ঘোষ। রবিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড পান ঈশান। পাশাপাশি পুরস্কারমূল্য হিসাবে পান ৫১ লক্ষ টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ishaan Ghose, #jhilli, #kiff 2022, #Goutam Ghose

আরো দেখুন