রাজ্য বিভাগে ফিরে যান

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৬, টানা ৪ দিন মৃত্যু সংখ্যা শূন্য

May 10, 2022 | < 1 min read

স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছে ৪৬ জন। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ২১। করোনার দৈনিক পজিটিভিটি রেট গতকালের থেকে বেড়ে হয়েছে ০.৬৮ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ৬৪৬ জন। তবে তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন।


বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৩৭ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৭ হাজার ২৬ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ৩৯২ জন। হাসপাতালে ভরতি ৮ জন করোনা আক্রান্ত।

এদিন ঊর্ধ্বমুখী রাজ্যের সক্রিয় করোনা রোগীর সংখ্যা। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্য়া ৪১৭ জন। গত ৪ দিনে মারণ ভাইরাসে রাজ্যে কোনও প্রাণহানি ঘটেনি। তবে এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০৩ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19, #Corona Update, #Bengal Fights Corona, #COVID positive, #West Bengal

আরো দেখুন