বিধায়ক কন্যার পর এবার আরেক বিধায়কের পুত্রবধূ! এইমসে নিয়োগে রমরমা বিজেপির স্বজনপোষণ
ফের কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে গেরুয়া শিবির।
May 20, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ের পর এবার বিতর্কে চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষ ধর। ফের কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে গেরুয়া শিবির।
দলের অন্দরেই অভিযোগ উঠেছে মৈত্রীর মতো অনসূয়াকেও এই কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে পরীক্ষা না দিয়েই। আর এই দুই ক্ষেত্রেই নিয়োগ সংক্রান্ত সুপারিশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার।
পরপর দু’টি ‘স্বজনপোষণ’-এর অভিযোগ প্রকাশ্যে আসায় রীতিমতো কোণঠাসা বিজেপি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ জানিয়েছেন রানাঘাটের এক বিজেপি কর্মী।