রাজ্য বিভাগে ফিরে যান

বন্ধ হিন্দুস্তান কেবলস কারখানা, সংসদে সরব হবেন আসানসোলের নতুন সাংসদ

May 20, 2022 | < 1 min read

তাঁর লোকসভা কেন্দ্রের একাধিক কারখানার প্রতি বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। এবার এই ইস্যুতে লোকসভায় সরব হওয়ার হুঁশিয়ারি দিলেন আসানসোলের নবনির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিন্হা। রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলস কেন্দ্রীয় বঞ্চনার শিকার, এমনটাই দাবি সাংসদের।

বন্ধ হিন্দুস্তান কেবলস কারখানার শ্রমিক মঞ্চে সাংসদকে সংবর্ধনা দিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানেই এই প্রতিশ্রুতি দেন তিনি। মোদী সরকারের আমলেই হিন্দুস্তান কেবলস কারখানা বন্ধ হয়ে যায়। বিজেপি বারংবার এই কারখানা খোলার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে এখনো চালু হয়নি।

শত্রুঘ্ন বলেন, ‘‌হিন্দুস্তান কেবলস কারখানা বন্ধ হয়ে রয়েছে। তার জেরে প্রচুর শ্রমিক কাজ হারিয়েছেন। আমি কথা দিচ্ছি এই নিয়ে সংসদে আওয়াজ তুলব। বেকার শ্রমিকদের পাশে আমরা আছি। অবিলম্বে এই কারখানা চালু করতে হবে। এই নিয়ে আন্দোলন চলবে।’‌

প্রসঙ্গত, বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ায় আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয় ১২ এপ্রিল। এই নির্বাচনে, বিজেপিকে পর্যুদস্ত করে তিন লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেন শত্রুঘ্ন সিন্হা।

TwitterFacebookWhatsAppEmailShare

#asansol, #tmc, #Hindustan Cable, #shatrugan sinha

আরো দেখুন