রাজ্য বিভাগে ফিরে যান

কৃষকবন্ধু প্রকল্পের আওতায় প্রায় আসছে প্রায় ৯০ লক্ষ চাষি! চলতি মাসেই মিলবে সুবিধা

May 20, 2022 | < 1 min read

বাংলার কৃষক, ছবি সৌঃ পিটিআই

বাংলার কৃষকদের সাহায্য করতে কৃষকবন্ধু (Krishak Bandhu) প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এবার সেই প্রকল্পের আওতায় উপভোক্তার সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬ লক্ষ ২২ হাজার। আরও ২ লক্ষ ৬৮ হাজার আবেদনকারী কৃষকদের নাম অন্তর্ভুক্ত হবে বলে কৃষিদপ্তর সূত্রে জানা গেছে। সংখ্যাটা যোগ হলে মোট উপভোক্তার সংখ্যা হবে ৮৮ লক্ষ ৯০ হাজার।

বছরে দুইবার রবি ও খারিফ মরশুমের শুরুতে এই প্রকল্পের টাকা পান কৃষকরা। আগে কৃষকদের এক একরের বেশি জমি থাকলে বছরে দেওয়া হত ৬ হাজার টাকা। বর্তমানে এই টাকার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে দশ হাজার। আর এক একরের কম জমি থাকলে অনুদান মিলবে চার হাজার টাকা।

২০১৯ সালে কৃষকবন্ধু প্রকল্প চালু করে তৃণমূল সরকার। এই প্রকল্পের খরচ সম্পূর্ণটাই চালাচ্ছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত কৃষকবন্ধু খাতে খরচ হয়েছে ২২১০ কোটি টাকা।

প্রসঙ্গত, আগামি ২১ মে থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার শুরু হবে। সেক্ষেত্রে নতুন আবেদনকারীদের নাম সংযুক্ত হলে মোট মোট উপভোক্তার সংখ্যা হবে ৮৮ লক্ষ ৯০ হাজার অর্থাৎ প্রায় ৯০ লক্ষ। এবারেও সরাসরি কৃষকদের অ্যাকাউন্টেই ঢুকবে টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#farmers, #Krishak Bandhu Scheme, #West Bengal

আরো দেখুন