খেলা বিভাগে ফিরে যান

বিশ্ব চ্যাম্পিয়ন কার্লসেনকে হারিয়ে নজির গড়ল ১৬ বছরের ভারতীয় দাবারু

May 21, 2022 | < 1 min read

ফাইল ছবি সৌঃ R Praggnanandhaa/ টুইটার

গত ফেব্রুয়ারিতে দাবা চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়ে তাক লাগিয়ে দিয়েছিল ভারতীয় কিশোর রমেশবাবু প্রজ্ঞনা নান্ধা। এবার আরও একবার বিশ্বসেরা কার্লসেনকে হারিয়ে দিয়ে নজির গড়ল সেই ১৬ বছরের দাবারু।

কার্লসেন এবং প্রজ্ঞনা নান্ধা মুখোমুখি হয়েছিলেন চেসেবল মাস্টার অনলাইন ব়্যাপিড দাবা টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডে। সেখানেই নরওয়ের বিশ্বসেরাকে চেকমেট করেন।

মাত্র ১০ বছর ১০ মাস ১৯ দিন বয়সে ২০১৬ সালে সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টার হয়েছিল চেন্নাইয়ের কিশোর রমেশবাবু প্রজ্ঞনা নান্ধা। মাত্র ১২ বছর বয়সে হয়েছিল গ্র্যান্ড মাস্টার। চার বছর বাদে কার্লসেনকে হারিয়ে ফের চমক দেয় সে। বিশ্বনাথন আনন্দ ও পি হরি কৃষ্ণের পর তৃতীয় ভারতীয় হিসাবে কার্লসেনকে হারানোর কৃতিত্ব অর্জন করে প্রজ্ঞনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rameshbabu Praggnanandhaa, #Meltwater Champions Chess Tour, #Praggnanandhaa, #Magnus Carlsen

আরো দেখুন