রাজ্য বিভাগে ফিরে যান

সিবিআইয়ের নজরে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, শুক্রবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

May 26, 2022 | < 1 min read

এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নজরে পড়েছেন দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। শুক্রবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে এই বিধায়ককে ডেকে পাঠিয়েছে সিবিআই।

জানা যাচ্ছে, আসানসোলের কয়লা পাচার কাণ্ডে উঠে এসেছে শওকত মোল্লার নাম, দাবি সিবিআইয়ের। সূত্রের খবর, সওকতকে সশরীরে হাজিরা দেওয়ার সময় তাঁকে তাঁর পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড নিয়ে যেতে বলা হয়েছে। বলা হয়েছে তিনি যেন তাঁর ব্যাঙ্ক লেনদেনের নথিপত্রও নিয়ে সিবিআই অফিসে আসেন। এছাড়াও, তাঁর নামে যদি কোনও ব্যবসা থাকে, তা হলে সেই সংক্রান্ত সমস্ত নথিও যাতে তিনি নিয়ে যান, এরকমই বলা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে।

উল্লেখ্য, এই মামলায় নাম জড়িয়েছে তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের। তাকে ইতিমধ্যে জেরাও করেছে সিবিআই।

TwitterFacebookWhatsAppEmailShare

#coal smuggling case, #CBI Investigation, #Canning, #nizam palace, #Saokat Molla

আরো দেখুন