কেকে-কে গান স্যালুটে বিদায়, শেষ শ্রদ্ধা জানাবেন মমতা
প্রয়াত জনপ্রিয় গায়ক কেকে। একটা গোটা প্রজন্মকে মুগ্ধ করেছিলেন তিনি, নিজের কণ্ঠের জাদুতে। সেই কেকেই সকলকে কাঁদিয়ে চলে গেলেন অকালে। রয়ে গেল তাঁর গান। ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে জীবনের শেষ শো করলেন তিনি।
কেকে’কে হারিয়ে শোকস্তব্ধ গোটা দেশ। শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রয়াত গায়ক কেকে-কে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানাবে পশ্চিমবঙ্গ সরকার। বাঁকুড়া জেলা সফর কাটছাঁট করে কলকাতা ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দমদম বিমানবন্দরে কেকে-কে শেষ শ্রদ্ধা জানাবেন তিনি।
আজ বাঁকুড়ায় দুপুর ১২টা নাগাদ কর্মিসভা ছিল মমতার। কিন্তু সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদই মঞ্চে হাজির হন তিনি। গায়ক কেকে-র অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেন তিনি। মমতা বলেন, গায়কের স্ত্রী জ্যোতিকৃষ্ণর সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। চেষ্টা করবেন যাতে তাড়াতাড়ি কলকাতায় ফিরে শেষবারের মতো কেকে-কে চোখের দেখা দেখা যায়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমার আজ ১২টায় কর্মিসভা করার কথা ছিল। কিন্তু আজ একটু আগে ফিরব। ঠিক করেছি ১১ট২ ১৫-২০ মিনিট নাগাদই বেরিয়ে পড়ব। সোজা চলে যাব অন্ডাল। কারণ দুপুরে প্রায় সাড়ে ৩টে পর্যন্ত আবহাওয়া খুব খারাপ থাকবে। তাই অন্ডাল থেকে ফ্লাইটে দমদম বিমানবন্দরে যাব। সেখানে কেকে’র স্মৃতির উদ্দেশ্যে গান স্যালুট দেওয়া হবে।”
এরপরই সরকার সিদ্ধান্ত নেয় যে বিমানবন্দর নয়, রবীন্দ্র সদনেই গান স্যালুটে চিরবিদায় জানানো হবে প্রয়াত সঙ্গীতশিল্পীকে কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে KK’কে। বাঁকুড়া থেকে কলকাতায় ফিরেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধাজ্ঞাপনের পরই মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেবে কেকে’র দেহ। আজ বিকেল ৫টায় দেওয়া হবে গান স্যালুট।