অফলাইনেই পরীক্ষায় হবে, সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের
শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তেই সিলমোহর দিল
June 4, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তেই সিলমোহর দিল। পড়ুয়াদের বিক্ষোভ।অগ্রাহ্য করে নিজেদের সিদ্ধান্তে অটল রইল বিশ্ববিদ্যালয়।
সিলেবাসের যে অংশ বাকি আছে, তা শেষ করে ফেলতে হবে পরীক্ষার আগেই, সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়। কলেজগুলিকে যাতে সিলেবাস শেষ করা এবং অফলাইন পরীক্ষার প্রস্তুতি নেয়, সেরকমই নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, ২১ জুনের আগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে না। শুরু হবে, তা আলোচনা করেই জানানো হবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।