রাজ্য বিভাগে ফিরে যান

৩৫ শতাংশ নম্বর থাকলেই যে কোনও বিষয় নিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে

June 4, 2022 | < 1 min read

৩৫ শতাংশ নম্বর পেলেই এবার একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া যাবে। বিজ্ঞান শাখাতেও ভর্তির আবেদন করতে পারবে পড়ুয়ারা। একাদশে ভর্তি নিয়ে এক নির্দেশিকা জারি করে এই বিষয়টি জানিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সকলে যাতে উচ্চশিক্ষার সুযোগ পায় সেই কারণেই ভর্তির নিয়ম শিথিল করল শিক্ষাদপ্তর।

নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভরতির জন্য মাধ্যমিকে ৩৫ শতাংশ নম্বরই যথেষ্ট। তাহলেই যে কোনও শাখায় ভর্তি হওয়া যাবে। যেমন পিওর সায়েন্সের ক্ষেত্রে অঙ্কে ৩৫ শতাংশ পেতেই হবে। আবার বায়ো সায়েন্সে নিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হতে চাইলে জীববিজ্ঞানে ৩৫ শতাংশ নম্বর দরকার।

শুক্রবারই প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল। তারপরই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি জারি করে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির আসন সংখ্যা বাড়ল। প্রতিটি স্কুলে আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০০। অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বাধিক ৪০০ জন পড়ুয়াকে ভর্তি নিতে পারবে কোনও স্কুল।

TwitterFacebookWhatsAppEmailShare

#students, #Admission, #Class eleven, #West Bengal, #School

আরো দেখুন