পরিষেবা সচল রাখতে ডায়মন্ড হারবারে চালু হল হেল্পলাইন ‘এক ডাকে অভিষেক’

এখন এক ফোনেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানাতে পারবেন ডায়মন্ড হারবারের মানুষ। শনিবার বিষ্ণুপুরের পৈলান গ্রাউন্ড থেকে এই পরিষেবার উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই।

June 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

পরিষেবা চাইছেন, মিলছেনা? আপনি যদি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বাসিন্দা হন, তাহলে ফোন করুন হেল্পলাইন নম্বর-৭৮৮৭৭৭৮৮৭৭-এ। পরিষেবা মিলবেই, কারণ হেল্পলাইনের নাম ‘এক ডাকে অভিষেক’।

করোনা লকডাউনের সময় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ড হারবার মডেল’ গোটা রাজ্যে সাড়া ফেলেছিল। এবার তাঁর এলাকায় শুরু হতে চলেছে নয়া পরিষেবা। এখন এক ফোনেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানাতে পারবেন ডায়মন্ড হারবারের মানুষ। শনিবার বিষ্ণুপুরের পৈলান গ্রাউন্ড থেকে এই পরিষেবার উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই।

সাধারণত, জনপ্রতিনিধিদের ভোটে জেতার পর এলাকায় দেখা পাওয়া যায় না বলে অভিযোগ। সেই ‘মিথ’ ভেঙে এই পরিষেবা চালু করে অভিষেক কার্যত প্রমাণ করে দিলেন তিনি মানুষের পাশে থাকেন।

আজ হেল্পলাইন পরিষেবার পাশাপাশি ‘নিঃশব্দে বিপ্লব’ নাম একটি পুস্তিকা প্রকাশ করেন অভিষেক। এই পুস্তিকাতে পাওয়া যাবে সাংসদ অভিষেকের নির্দেশে গত ৮ বছরে ডায়মন্ড হারবার লোকসভার উন্নয়নের খতিয়ান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen