কলকাতায় অফিস খুলল ব্রিটিশ আইটি সংস্থা, আসছে বিপুল কর্মসংস্থানের সুযোগ
লিভারপুলের তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজের সুযোগ পাবেন এখানকার চাকরিপ্রার্থীরা।
June 25, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতায় অফিস খুলল ব্রিটিশ সংস্থা ইনসেপশিয়াল টেকনোলজিস ইউকে।
সল্টলেক সেক্টর ফাইভে শুক্রবার এই অফিসের উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার নিক লো এবং হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন। সংস্থার কর্তাদের দাবি, এরাজ্যে বিপুল কর্মসংস্থানের সুযোগ করে দেবে এই সংস্থা।
লিভারপুলের তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজের সুযোগ পাবেন এখানকার চাকরিপ্রার্থীরা। আমেরিকা, ফ্রান্স, কানাডায় এই সংস্থার অফিস রয়েছে। সামাজিক মাধ্যম লিঙ্কডইন অনুযায়ী ভারতে এই সংস্থার হেড অফিস হচ্ছে কলকাতাতেই।