পঞ্জাব বড় ধাক্কা আপের, মুখ্যমন্ত্রীর ছেড়ে আসা লোকসভা আসনে শোচনীয় পরাজয়

পঞ্জাব বিধানসভা নির্বাচনে আপ-এর জয়ের পর ভগবন্ত মান মুখ্যমন্ত্রী হওয়ায় সাংসদ পদ ছাড়তে হয় তাকে। তাই সাঙ্গরুর লোকসভা আসনে উপনির্বাচন হল। আর তাতেই ধরাশায়ী আপ।

June 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

পঞ্জাবে বড় ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের দল আপ। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান্ত মানের ছেড়ে আসা লোকসভা কেন্দ্র সাঙ্গরুরে উপনির্বাচনে পরাজিত হল আম আদমি পার্টি।

পঞ্জাব বিধানসভা নির্বাচনে আপ-এর জয়ের পর ভগবন্ত মান মুখ্যমন্ত্রী হওয়ায় সাংসদ পদ ছাড়তে হয় তাকে। তাই সাঙ্গরুর লোকসভা আসনে উপনির্বাচন হল। আর তাতেই ধরাশায়ী আপ।

২০১৪ সাল থেকে টানা দু’বার এই আসন থেকে জিতে সাংসদ হয়েছিলেন ভগবন্ত মান। এবার সেই আসনেই পরাজিত হল আপ। সাঙ্গরুরে শিরোমণি অকালি দল (অমৃতসর) এর প্রার্থী সিমরানজিত মান প্রায় সাত হাজার ভোটের ব্যবধানে আপ-এর গুরমিল সিংয়ের থেকে পরাজিত করলেন।

২০১৯ লোকসভায় সাঙ্গুর থেকে ভগবন্ত মান জিতেছিলেন ১ লক্ষ ১০ হাজার ভোটে। তার আগে ২০১৪ লোকসভায় জয়ী হয়েছিলেন ২ লক্ষ ১১ হাজার ভোটের ব্যবধানে। সেই আসনেই এবার পরাজিত হল অরবিন্দ কেজরিওয়ালের দল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen